বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

ফিরোজা বেগম স্বর্ণপদক পেলেন ফেরদৌসী রহমান ও আবদুল হাদী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সংগীতে বিশেষ অবদানের জন্য ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পেলেন প্রখ্যাত দুই সংগীত শিল্পী ফেরদৌসী রহমান ও সৈয়দ আবদুল হাদী। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে তাঁদের এ পুরস্কার তুলে দেওয়া হয়।

উপমহাদেশে নজরুল সংগীতের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে প্রতিষ্ঠিত ‘ফিরোজা বেগম স্মৃতি ট্রাস্ট ফান্ড’-এর পৃষ্ঠপোষকতায় প্রতি বছর এ পুরস্কার দেওয়া হয়। করোনার কারণে গত দুই বছর এ পুরস্কার প্রদানের অনুষ্ঠান আয়োজন করতে না পারায়, এ বছর একই সঙ্গে ২০২০ সালের জন্য শিল্পী ফেরদৌসী রহমান ও ২০২১ সালের জন্য সৈয়দ আবদুল হাদীকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২০ ও ২০২১ সালের বিএ সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীকেও পুরস্কৃত করা হয়। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাদের স্বর্ণপদক প্রদান করা হবে।

অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ফেরদৌসী রহমান বলেন, ফিরোজা বেগমের সঙ্গে আমার অন্যরকম সম্পর্ক ছিল। মেধা আর পরিশ্রমের অসাধারণ সমন্বয় ছিলেন ফিরোজা আপা।

সৈয়দ আবদুল হাদী বলেন, ফিরোজা বেগমের সঙ্গে গান গাওয়ার সুযোগ হয়েছিল। তিনি আমাকে অসম্ভব রকম স্নেহ করতেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর