শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বরিশালে সাত দফা দাবিতে দোকান কর্মচারীদের মানববন্ধন, স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে সাত দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে দোকান কর্মচারীরা। গতকাল সকালে নগরীর চকবাজার-ফলপট্টি মোড়ে মানববন্ধন কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ দোকান কর্মচারীদের নিয়োগপত্র, সার্ভিস বই, সপ্তাহে দেড় দিন ছুটি, চাল-ডালসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, ডিজেল-বিদ্যুৎ-গ্যাসের দাম কমানো, কথায় কথায় শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ এবং ন্যূনতম ২০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবি জানান। বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের ব্যানারে মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি স্বপন দত্ত। বক্তৃতা করেন শ্রমিক নেতা এ কে আজাদ, কবি অপূর্ব গৌতম, শ্রমিক নেতা আলাউদ্দিন মোল্লা, গৌরাঙ্গ দাস, আখতার হোসেন সপ্রু, আবুল বাশার আকন, তুষার সেন ও  রনি তালুকদার প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় জেলা প্রশাসকের পক্ষে এনডিসি মো. মুশফিকুর রহমান আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে স্মারকলিপি গ্রহণ করেন বলে জানান মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল বাশার আকন।

সর্বশেষ খবর