মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
বিএনপির বিভাগীয় গণসমাবেশ

দেশের সবচেয়ে বড় জমায়েতের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে সমাবেশস্থলের অনুমতি না পেলেও মাদরাসা মাঠকে সামনে রেখে প্রচারণায় নেমেছে বিএনপি। দেশের সবচেয়ে বড় জমায়েতের প্রস্তুতি নিচ্ছে দলটি। তবে মামলা নিয়ে বেশ কিছুদিন থেকে বেকায়দায় তৃণমূলের নেতারা। ঢাকার আগের এই সমাবেশ থেকে সরকার পতনের এক দফার আন্দোলনের ঘোষণার দাবি আছে তৃণমূল নেতাদের। তবে এখনই এমন ঘোষণার পক্ষে নন বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতা। ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। জমায়েতে দেশের সব বিভাগকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা স্থানীয় নেতাদের। মাঠের অনুমতি মেলেনি। এরই মধ্যে থানায় থানায় মামলা নেতা-কর্মীদের নামে। তবে মামলা সমাবেশে প্রভাব ফেলবে না, বলছেন কেন্দ্রীয় নেতারা। বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত বলেন, বিএনপি একটি বড় দল, সেখানে আরও বেশি হওয়ার কথা। কিন্তু এখন সবাই বুঝে গেছেন। ৩ ডিসেম্বরের গণসমাবেশকে সফল করতে একসঙ্গে কাজ করছেন সবাই। আর এটি দেখে সরকারদলীয় নেতা-কর্মীরা হতাশ হয়ে আমাদের সভা-সমাবেশ পণ্ড করতে নানা অপতৎপরতা চালাচ্ছেন। তারা নিজেরা ককটেল রেখে আমাদের নামে মামলা দিচ্ছে। নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে পুলিশ দিয়ে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ঢাকার সমাবেশের আগে রাজশাহীর এই সমাবেশকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন তারা। এখানে দেশের অন্য বিভাগগুলোর চেয়ে বেশি জমায়েতের প্রস্তুতি নিচ্ছেন। পুলিশের আনুষ্ঠানিক অনুমতি না পেলেও মাদরাসা মাঠেই সমাবেশের ঘোষণা আছে বিএনপির। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ওই মাঠে বাড়িয়েছেন নিরাপত্তা। ইতোমধ্যেই বিএনপির কেন্দ্রীয় নেতারা মাদরাসা মাঠ পরিদর্শন করেছেন। সেখানে পুলিশের পক্ষ থেকে সিসিটিভি বসানো হচ্ছে। রাজশাহী বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়কারী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশে স্মরণকালের বৃহৎ জনসমাবেশ হবে।

এর জন্য আমরা এরই মধ্যে যখন নানা প্রস্তুতি নিতে শুরু করেছি তখন নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে পুলিশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর