সংসদ ভেঙে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ বিএনপি যে ১০ দফা দাবি জানিয়েছে তার প্রতি সমর্থন জানিয়ে সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। গতকাল সংগঠনের দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি। সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবীব লিংকন, কেন্দ্রীয় নেতা নওয়াব আলী আব্বাস খান, মাওলানা রুহুল আমিন, শফিউদ্দিন ভূইয়া, সেলিম মাস্টার, হোসনে আরা আহসান, মজিবুর রহমান, হান্নান আহম্মদ খান বাবলু, এ. এস. এম. শামীম, কাজী মোহাম্মদ নজরুল, গাজী ওমর ফারুক, কাজী ফয়েজ আহমেদ প্রমুখ।