মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
সিপিবির বিক্ষোভ

ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করার দাবি

নিজস্ব প্রতিবেদক

টাকা পাচারকারী ও ঋণখেলাপিদের তালিকা প্রকাশ, টাকা উদ্ধার, যাদের পরামর্শে ও অনুমোদনে ঋণ-তার শ্বেতপত্র প্রকাশ, নিত্যপণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ, গণতান্ত্রিক অধিকার হরণ বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত সমাবেশে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম। বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ ও কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র দেব। বক্তারা বলেন, ক্ষমতাসীনদের প্রশ্রয় ছাড়া টাকা পাচার, ব্যাংক লোন, ঋণখেলাপির নামে ব্যাংক লুটের ঘটনা ঘটতে পারে না। মুক্তবাজারের নামে চলমান লুটপাটের অর্থনীতি এসবের ভিত্তি। তাই দুর্নীতি, লুটপাট প্রতিরোধে চলমান দুঃশাসন অবসানের সঙ্গে ব্যবস্থা বদল করতে হবে। একদিকে নানা মাধ্যমে টাকা পাচার ও খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। অন্যদিকে সমাজে বৈষম্য বাড়ছে।

এ সময় প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, অধ্যাপক এ এন রাশেদা, কেন্দ্রীয় কমিটির সদস্য সাজ্জাদ জহির চন্দন, অধ্যাপক এম এম আকাশ, অনিরুদ্ধ দাস অঞ্জন, ডা. সাজেদুল হক রুবেল, ইঞ্জিনিয়ার নিমাই গাঙ্গুলি, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সামসুজ্জামান হীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর