শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আওয়ামী লীগ-বিএনপির মুখোমুখি অবস্থানে জনগণ ভীতসন্ত্রস্ত : জাপা

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি রাজপথ দখলের নামে মুখোমুখি অবস্থান নিয়েছে। ক্ষমতায় টিকে থাকতে এবং ক্ষমতায় আসতে দুটো দল রাজপথ দখলের নামে উসকানিমূলক বক্তব্য দিয়ে পুরো দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। যার কারণে জনগণ আজ ভীতসন্ত্রস্ত। গতকাল রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে জাপা ঢাকা মহানগর উত্তরের এক সভায় সভাপতির বক্তব্যে দলের প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম পাঠানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন মাহবুবুর রহমান লিপটন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, জাতীয় পার্টি অন্ধকার পথে ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে না। ক্ষমতায় যেতে হলে জনগণের ভোটে নির্বাচিত হতে হবে। আমরা সবসময় নির্বাচনের পক্ষে। তবে, অবশ্যই নির্বাচন গ্রহণযোগ্য হতে হবে। ইভিএমের স্বচ্ছতা নিয়ে ইতোমধ্যে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। জনগণের ভোট নিশ্চিত করতে এ অনিশ্চয়তা কাটানোর দায়িত্ব সরকারের। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর