টাঙ্গাইলের বাসাইলে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী ডুবের মেলায় মানুষের ঢল নেমেছিল। গতকাল উপজেলার বাসাইল সদর এবং কাঞ্চনপুর ইউনিয়নের বংশাই নদীর পূর্ব-উত্তর তীরে রাশড়া-সৈয়দামপুর গ্রামে দিনব্যাপী এ মেলা হয়। দেবতার (মাদব ঠাকুর) মূর্তিতে প্রণাম করে ভোরে গঙ্গাস্নানের মাধ্যমে মেলা বা পূজার কার্যক্রম শুরু হয়। মেলায় বিভিন্ন মিষ্টিজাতীয় খাবার, বাঁশবেতের তৈজসপত্র, মাটির তৈরি খেলনা, হাঁড়িপাতিল, বড় মাছ এবং চিড়া-দই, খইসহ দোকানিরা পসরা সাজিয়ে বসেন। দোকানি সাধুকর বলেন, ‘প্রত্যন্ত গ্রামে এত লোকের সমাগম হয় এটা সত্যিই অবিশ্বাস্য। বেচাকেনাও হয় ভালো।’ মিষ্টি দোকানি দীপক বলেন, ‘প্রতি বছর প্রায় ১০ মণ মিষ্টি ও মিষ্টিজাতীয় খাবার বিক্রি করি। কোনো বাকির কারবার নেই। নগদ বিক্রি হয় বলে ব্যবসায়ীদের এই মেলায় দোকান দেওয়ার আগ্রহ থাকে বেশি।’ ডুবের মেলার আয়োজক জীবন মন্ডল বলেন, ‘প্রায় দেড়শ বছর ধরে মাঘী পূর্ণিমার সময় পূর্বপূরুষেরা এই মেলার আয়োজন করেছেন। আমি ৬০ বছর ধরে দায়িত্ব পালন করছি। মেলা উপলক্ষে পার্শ্ববর্তী সখিপুর, মির্জাপুর, ভালুকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে সনাতন হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন ধর্ম-বর্ণের হাজার হাজার মানুষের সমাগম হয়। ভোরে স্নানের মাধ্যমে শুরু করে দিনব্যাপী এই মেলা চলে। যোগাযোগব্যবস্থা ভালো না থাকায় জমির আইল ধরে পায়ে হেঁটে এই মেলায় আসতে হয়। যাতায়াতের রাস্তা না থাকায় গত বছর অনেক পুণ্যার্থী গঙ্গাস্নানে আসতেই পারেননি।’ কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীম আল মামুন বলেন, ডুবের মেলা যুগ যুগ ধরে অনুষ্ঠিত হচ্ছে।
শিরোনাম
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
ডুবের মেলায় মানুষের ঢল
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর