টাঙ্গাইলের বাসাইলে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী ডুবের মেলায় মানুষের ঢল নেমেছিল। গতকাল উপজেলার বাসাইল সদর এবং কাঞ্চনপুর ইউনিয়নের বংশাই নদীর পূর্ব-উত্তর তীরে রাশড়া-সৈয়দামপুর গ্রামে দিনব্যাপী এ মেলা হয়। দেবতার (মাদব ঠাকুর) মূর্তিতে প্রণাম করে ভোরে গঙ্গাস্নানের মাধ্যমে মেলা বা পূজার কার্যক্রম শুরু হয়। মেলায় বিভিন্ন মিষ্টিজাতীয় খাবার, বাঁশবেতের তৈজসপত্র, মাটির তৈরি খেলনা, হাঁড়িপাতিল, বড় মাছ এবং চিড়া-দই, খইসহ দোকানিরা পসরা সাজিয়ে বসেন। দোকানি সাধুকর বলেন, ‘প্রত্যন্ত গ্রামে এত লোকের সমাগম হয় এটা সত্যিই অবিশ্বাস্য। বেচাকেনাও হয় ভালো।’ মিষ্টি দোকানি দীপক বলেন, ‘প্রতি বছর প্রায় ১০ মণ মিষ্টি ও মিষ্টিজাতীয় খাবার বিক্রি করি। কোনো বাকির কারবার নেই। নগদ বিক্রি হয় বলে ব্যবসায়ীদের এই মেলায় দোকান দেওয়ার আগ্রহ থাকে বেশি।’ ডুবের মেলার আয়োজক জীবন মন্ডল বলেন, ‘প্রায় দেড়শ বছর ধরে মাঘী পূর্ণিমার সময় পূর্বপূরুষেরা এই মেলার আয়োজন করেছেন। আমি ৬০ বছর ধরে দায়িত্ব পালন করছি। মেলা উপলক্ষে পার্শ্ববর্তী সখিপুর, মির্জাপুর, ভালুকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে সনাতন হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন ধর্ম-বর্ণের হাজার হাজার মানুষের সমাগম হয়। ভোরে স্নানের মাধ্যমে শুরু করে দিনব্যাপী এই মেলা চলে। যোগাযোগব্যবস্থা ভালো না থাকায় জমির আইল ধরে পায়ে হেঁটে এই মেলায় আসতে হয়। যাতায়াতের রাস্তা না থাকায় গত বছর অনেক পুণ্যার্থী গঙ্গাস্নানে আসতেই পারেননি।’ কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীম আল মামুন বলেন, ডুবের মেলা যুগ যুগ ধরে অনুষ্ঠিত হচ্ছে।
শিরোনাম
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
ডুবের মেলায় মানুষের ঢল
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর