বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদে এক কোম্পানির দুই পরিচালক নয়

নিজস্ব প্রতিবেদক

কোনো আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির পক্ষে একের অধিক ব্যক্তি প্রতিনিধি পরিচালক নিযুক্ত হতে পারবেন না। গতকাল বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে। কোনো আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির পক্ষে একের অধিক ব্যক্তি প্রতিনিধি পরিচালক নিযুক্ত হতে পারবেন না। কোনো ব্যক্তি কোনো আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকা অবস্থায় তার স্বার্থ-সংশ্লিষ্ট পক্ষ থেকে মনোনীত অন্য কোনো ব্যক্তি ওই আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে প্রতিনিধি পরিচালক হিসেবে নিযুক্ত হতে পারবেন না। কোনো আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে কোনো প্রাকৃতিক ব্যক্তিসত্তাবিশিষ্ট ব্যক্তি শেয়ার ধারকের পক্ষে অপর কোনো ব্যক্তি প্রতিনিধি পরিচালক হিসেবে নিযুক্ত হতে পারবেন না। এতদ্ব্যতীত, বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ৯ নম্বর সার্কুলারের অন্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে। অবিলম্বে এ নির্দেশনা কার্যকর হবে।

সর্বশেষ খবর