ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে কুমিল্লার নাঙ্গলকোটে চার দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। উপজেলার চার শতাধিক স্থানে বিদ্যুতের লাইনের তার ছিঁড়ে ও অর্ধশতাধিক খুঁটি ভেঙে পড়েছে এবং তিন শতাধিক মিটার ভেঙে যাওয়ায় গতকাল বিকাল পর্যন্ত চার দিন ধরে উপজেলার ১৬টি ইউনিয়ন অন্ধকারে ডুবে আছে। এ ছাড়া নাঙ্গলকোট পৌর এলাকার কিছু স্থানে শনিবার বিদ্যুৎ লাইন সচল হলেও অধিকাংশ এলাকাই রয়েছে বিদ্যুৎবিহীন। গাছপালা ভেঙে লাইনের ওপর পড়ায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছে উপজেলার লাখ লাখ মানুষ। বিদ্যুতের কারণে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। লাইনের এমন বেহাল অবস্থা সৃষ্টি হওয়ায় শতভাগ সেবা দিতে আরও দুই দিন সময় লাগতে পারে বলে জানান পল্লী বিদ্যুৎ সমিতি কুমিল্লা-৪ নাঙ্গলকোট উপজেলার এজিএম শহীদুল ইসলাম। শনিবার দুপুরে পৌর সদরের নাঙ্গলকোট বাজার ও উপজেলা পরিষদ এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও উপজেলার সব ইউনিয়নে এবং গ্রামীণ এলাকায় গতকাল বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছেন ওইসব এলাকার বাসিন্দারা। চরম ক্ষতিতে পড়েছেন উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা। বিশেষ করে ফ্রিজে রক্ষিত মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় বহুতল ভবনগুলোতে পানির সংকট দেখা দিয়েছে। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ নাঙ্গলকোট উপজেলার ডিজিএম কামাল পাশা বলেন, ঝড়ে উপজেলার বিভিন্নস্থানে ৪৮টি খুঁটি ভেঙে পড়ে। গাছপালা পড়ে চারশ’র বেশি স্পটে তার ছিঁড়ে যায় এবং বিভিন্ন স্থানে ট্রান্সফরমারে সমস্যা দেখা দিয়েছে। বিদ্যুৎ সরবরাহ সচল করতে আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে।
শিরোনাম
- বিবিসি শতভাগ ‘ভুয়া সংবাদমাধ্যম’: ট্রাম্পের প্রেস সেক্রেটারি
- এনআইডি ও ভোটার তালিকা নিয়ে ইসির সভা আজ
- অ্যাপলের গোপন চমক ফাঁস: ফোল্ডেবল আইফোনের অপেক্ষা শেষ!
- ঐতিহাসিক সফরে আমেরিকায় গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট
- ঢাকার নতুন জেলা প্রশাসক শফিউল আলম
- খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, এমন দেশ থেকে আমদানিনির্ভরতা কমবে : প্রেস সচিব
- পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া
- শাটডাউন : যুক্তরাষ্ট্রে এক দিনে ১৪০০ ফ্লাইট বাতিল
- কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা
- ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ জয় বাংলাদেশের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৯ নভেম্বর)
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
মিধিলির তাণ্ডবে নাঙ্গলকোটে চার দিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
লাকসাম প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর