ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে কুমিল্লার নাঙ্গলকোটে চার দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। উপজেলার চার শতাধিক স্থানে বিদ্যুতের লাইনের তার ছিঁড়ে ও অর্ধশতাধিক খুঁটি ভেঙে পড়েছে এবং তিন শতাধিক মিটার ভেঙে যাওয়ায় গতকাল বিকাল পর্যন্ত চার দিন ধরে উপজেলার ১৬টি ইউনিয়ন অন্ধকারে ডুবে আছে। এ ছাড়া নাঙ্গলকোট পৌর এলাকার কিছু স্থানে শনিবার বিদ্যুৎ লাইন সচল হলেও অধিকাংশ এলাকাই রয়েছে বিদ্যুৎবিহীন। গাছপালা ভেঙে লাইনের ওপর পড়ায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছে উপজেলার লাখ লাখ মানুষ। বিদ্যুতের কারণে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। লাইনের এমন বেহাল অবস্থা সৃষ্টি হওয়ায় শতভাগ সেবা দিতে আরও দুই দিন সময় লাগতে পারে বলে জানান পল্লী বিদ্যুৎ সমিতি কুমিল্লা-৪ নাঙ্গলকোট উপজেলার এজিএম শহীদুল ইসলাম। শনিবার দুপুরে পৌর সদরের নাঙ্গলকোট বাজার ও উপজেলা পরিষদ এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও উপজেলার সব ইউনিয়নে এবং গ্রামীণ এলাকায় গতকাল বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছেন ওইসব এলাকার বাসিন্দারা। চরম ক্ষতিতে পড়েছেন উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা। বিশেষ করে ফ্রিজে রক্ষিত মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় বহুতল ভবনগুলোতে পানির সংকট দেখা দিয়েছে। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ নাঙ্গলকোট উপজেলার ডিজিএম কামাল পাশা বলেন, ঝড়ে উপজেলার বিভিন্নস্থানে ৪৮টি খুঁটি ভেঙে পড়ে। গাছপালা পড়ে চারশ’র বেশি স্পটে তার ছিঁড়ে যায় এবং বিভিন্ন স্থানে ট্রান্সফরমারে সমস্যা দেখা দিয়েছে। বিদ্যুৎ সরবরাহ সচল করতে আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে।
শিরোনাম
- আজ পবিত্র শবে বরাত
- রাজধানীতে ৩০ রাউন্ড গুলিসহ গ্রেফতার দুই
- 'খুনি হাসিনাকে ধরে এনে বাংলাদেশের মাটিতে বিচার করতে হবে'
- ল্যাবের জানালা ভেঙে বিদ্যালয়ের ১৪টি ল্যাপটপ চুরি
- বাংলাদেশ সফরে আসছেন ইতালির ভাইস ফরেন মিনিস্টার
- 'নতুন বাংলাদেশ গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায় সব ধরনের সহায়তা দিচ্ছে'
- বাংলাদেশে স্টারলিংক আনার বিষয়ে ড. ইউনূস-ইলন মাস্কের আলোচনা
- দুই সহকর্মীকে গুলি করে হত্যার পর ভারতীয় সেনার আত্মহত্যা
- প্রযুক্তিগত সুবিধায় ভবিষ্যতে বিচার ব্যবস্থা আরো সুদৃঢ় হবে : প্রধান বিচারপতি
- বার্ষিক আয়ে শীর্ষে রোনালদো, মেসি-নেইমারের অবস্থান কোথায়?
- অভ্যুত্থানে নিহত একজনের পরিচয় মিলল ডিএনএ টেস্টে
- বিতর্কের ঝড় রণবীরকে ঘিরে, সেলিব্রিটিদের তীব্র প্রতিক্রিয়া
- ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি
- ৮ বছর পর নাফ নদে মাছ ধরার অনুমতি
- টেক ওয়ার: ইলন মাস্ককে ‘অসুখী মানুষ’ বললেন স্যাম
- ডুয়েটে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে সেমিনার, কী-নোট স্পিকার বোয়িং-এর সিনিয়র ইঞ্জিনিয়ার
- মোদির সঙ্গে বৈঠকের আগে কর নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট ট্রাম্পের!
- জার্মানিতে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, আহত ২০
- বাংলাদেশের সাথে দুবাইয়ে অনুশীলন করবেন খালেদ-হাসান
- বরিশালের নদীতে নৌবাহিনীর বিশেষ অভিযান, জব্দ বিপুল পরিমাণ অবৈধ জাল
মিধিলির তাণ্ডবে নাঙ্গলকোটে চার দিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
লাকসাম প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর