ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে কুমিল্লার নাঙ্গলকোটে চার দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। উপজেলার চার শতাধিক স্থানে বিদ্যুতের লাইনের তার ছিঁড়ে ও অর্ধশতাধিক খুঁটি ভেঙে পড়েছে এবং তিন শতাধিক মিটার ভেঙে যাওয়ায় গতকাল বিকাল পর্যন্ত চার দিন ধরে উপজেলার ১৬টি ইউনিয়ন অন্ধকারে ডুবে আছে। এ ছাড়া নাঙ্গলকোট পৌর এলাকার কিছু স্থানে শনিবার বিদ্যুৎ লাইন সচল হলেও অধিকাংশ এলাকাই রয়েছে বিদ্যুৎবিহীন। গাছপালা ভেঙে লাইনের ওপর পড়ায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছে উপজেলার লাখ লাখ মানুষ। বিদ্যুতের কারণে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। লাইনের এমন বেহাল অবস্থা সৃষ্টি হওয়ায় শতভাগ সেবা দিতে আরও দুই দিন সময় লাগতে পারে বলে জানান পল্লী বিদ্যুৎ সমিতি কুমিল্লা-৪ নাঙ্গলকোট উপজেলার এজিএম শহীদুল ইসলাম। শনিবার দুপুরে পৌর সদরের নাঙ্গলকোট বাজার ও উপজেলা পরিষদ এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও উপজেলার সব ইউনিয়নে এবং গ্রামীণ এলাকায় গতকাল বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছেন ওইসব এলাকার বাসিন্দারা। চরম ক্ষতিতে পড়েছেন উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা। বিশেষ করে ফ্রিজে রক্ষিত মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় বহুতল ভবনগুলোতে পানির সংকট দেখা দিয়েছে। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ নাঙ্গলকোট উপজেলার ডিজিএম কামাল পাশা বলেন, ঝড়ে উপজেলার বিভিন্নস্থানে ৪৮টি খুঁটি ভেঙে পড়ে। গাছপালা পড়ে চারশ’র বেশি স্পটে তার ছিঁড়ে যায় এবং বিভিন্ন স্থানে ট্রান্সফরমারে সমস্যা দেখা দিয়েছে। বিদ্যুৎ সরবরাহ সচল করতে আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে।
শিরোনাম
- প্রবাসী ভোটার নিবন্ধন শুরু, জানুন কোন দেশে কখন
- শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- মালিতে সেনাবাহিনীর অভিযানে ৩১ গ্রামবাসী নিহত
- জামায়াত-এনসিপিসহ ৬ দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ দিন আজ
- টরন্টোয় শিরীন চৌধুরীর ‘পরান যাহা চায়’ সঙ্গীত সন্ধ্যা
- সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের
- 'ব্যানফ ফেস্টিভালে' এভারেস্টজয়ী নিশাতকে নিয়ে তথ্যচিত্র
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
- ভিসা আবেদন নিয়ে জার্মান দূতাবাসের সতর্কবার্তা
- কাউখালীতে নাশকতার অভিযোগে আটক ৫
- কুমিল্লায় ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
মিধিলির তাণ্ডবে নাঙ্গলকোটে চার দিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
লাকসাম প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর