ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে কুমিল্লার নাঙ্গলকোটে চার দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। উপজেলার চার শতাধিক স্থানে বিদ্যুতের লাইনের তার ছিঁড়ে ও অর্ধশতাধিক খুঁটি ভেঙে পড়েছে এবং তিন শতাধিক মিটার ভেঙে যাওয়ায় গতকাল বিকাল পর্যন্ত চার দিন ধরে উপজেলার ১৬টি ইউনিয়ন অন্ধকারে ডুবে আছে। এ ছাড়া নাঙ্গলকোট পৌর এলাকার কিছু স্থানে শনিবার বিদ্যুৎ লাইন সচল হলেও অধিকাংশ এলাকাই রয়েছে বিদ্যুৎবিহীন। গাছপালা ভেঙে লাইনের ওপর পড়ায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছে উপজেলার লাখ লাখ মানুষ। বিদ্যুতের কারণে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। লাইনের এমন বেহাল অবস্থা সৃষ্টি হওয়ায় শতভাগ সেবা দিতে আরও দুই দিন সময় লাগতে পারে বলে জানান পল্লী বিদ্যুৎ সমিতি কুমিল্লা-৪ নাঙ্গলকোট উপজেলার এজিএম শহীদুল ইসলাম। শনিবার দুপুরে পৌর সদরের নাঙ্গলকোট বাজার ও উপজেলা পরিষদ এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও উপজেলার সব ইউনিয়নে এবং গ্রামীণ এলাকায় গতকাল বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছেন ওইসব এলাকার বাসিন্দারা। চরম ক্ষতিতে পড়েছেন উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা। বিশেষ করে ফ্রিজে রক্ষিত মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় বহুতল ভবনগুলোতে পানির সংকট দেখা দিয়েছে। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ নাঙ্গলকোট উপজেলার ডিজিএম কামাল পাশা বলেন, ঝড়ে উপজেলার বিভিন্নস্থানে ৪৮টি খুঁটি ভেঙে পড়ে। গাছপালা পড়ে চারশ’র বেশি স্পটে তার ছিঁড়ে যায় এবং বিভিন্ন স্থানে ট্রান্সফরমারে সমস্যা দেখা দিয়েছে। বিদ্যুৎ সরবরাহ সচল করতে আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
মিধিলির তাণ্ডবে নাঙ্গলকোটে চার দিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
লাকসাম প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর