বুধবার, ৮ মে, ২০২৪ ০০:০০ টা

উপজেলায়ও দুর্বৃত্তদের রাজত্ব কায়েম হচ্ছে : সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক

উপজেলায়ও দুর্বৃত্তদের রাজত্ব কায়েম হচ্ছে : সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামানতের টাকা ১০ গুণ বৃদ্ধি করে প্রকারান্তরে নিবেদিতপ্রাণ ও জনবান্ধব রাজনীতিকদের নির্বাচন থেকে বের করে দেওয়া হয়েছে।

জাতীয় সংসদের মতো উপজেলা পরিষদেও কালো টাকার মালিক এবং মাফিয়া দুর্বৃত্তদের রাজত্ব কায়েম করা হচ্ছে। এ নির্বাচনের মধ্য দিয়ে আগামী পাঁচ বছর কোন উপজেলা কার দখলদারিত্বে থাকবে তার বন্দোবস্ত দেওয়া হচ্ছে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক আরও বলেন, বিরোধী দলগুলো এই নির্বাচনে অংশ না নেওয়ায় গত ৭ জানুয়ারির ডামি নির্বাচনের মতো এ নির্বাচনও অর্থহীন হয়ে পড়েছে।

ব্যতিক্রম ছাড়া এই নির্বাচনেও সাধারণ মানুষের বিশেষ কোনো আগ্রহ নেই। দেশে গোটা নির্বাচনি ব্যবস্থাই ভেঙে পড়েছে। দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলে আর কিছু অবশিষ্ট নেই। নির্বাচনের প্রতি একটা গণঅনাস্থা ও গণহতাশা তৈরি হয়েছে। বিবৃতিতে তিনি উপজেলা নির্বাচনের নামে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের মহড়া বন্ধ করার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর