আনন্দ মিছিলকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সিমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বিকাল ৪টায় রাঙামাটি শহরের সমতাঘাট, শিমুলতলী ও রাজবাড়ী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে সেনাবাহিনী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে নৌকাযোগে ছাত্র-জনতার বিজয়ের মিছিলে শামিল হতে আসেন ৭০ থেকে ৮০ জন আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ। এ সময় নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাঙামাটিতে প্রবেশ করতে বাধা দেয় সন্তু লারমার সংগঠন (জেএসএস)। এ সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় জেএসএসে এক কর্মী আহত হয়। তাদের উত্তেজনায় আতঙ্ক শুরু হয় সাধারণ মানুষের মধ্যে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে সেনাবাহিনী। রাঙামাটি সেনা জোনের (১১ইবি) অধিনায়ক লে. কর্নেল মো. এরশাদের নেতৃত্ব সেনা সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এ ঘটনার বিষয়ে কথা বলতে নারাজ আঞ্চলিক রাজনৈতিক দলের দুই গ্রুপের নেতা-কর্মীরা।