অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এর এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে আন্তরিক অভিনন্দন। দীর্ঘদিনের বন্ধু এবং ঘনিষ্ঠ অংশীদার হিসেবে মালদ্বীপ তাঁর নেতৃত্বে বাংলাদেশের জনগণের ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে।