দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটি (দুবিজাসক)-এর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আবারও ১১ দফা দাবি তুলেছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এ দাবি তোলা হয়। অনুষ্ঠানে সংবিধান সংশোধনের ও দুর্নীতি নির্মূলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মাইমুল আহসান খান। বক্তব্য রাখেন- কাইয়ুম রেজা চৌধুরী, দেওয়ান সুলতান আহমেদ, মেজর জেনারেল (অব.) আমসা আ. আমিন, অধ্যাপক ড. সৈয়দ মো. শামসুদ্দীন, ড. প্রকৌশলী আনোয়ার, ড. লুৎফুর রহমান, ড. ফজলুল হক, অধ্যাপক ড. ফেরদৌসি বেগম, ড. জাহাঙ্গীর আলম রুস্তম, অধ্যাপক ড. শরীফ সাকী, সেতারা রেজভী লাকী, মনোয়ার শামসী প্রমুখ।
অ্যাডভোকেট মোয়াজ্জেম, মোহাম্মদ শাহ আলম, শামীম ইশতিয়াক চৌধুরী, মির্জা আজম সভাপতির বক্তব্যে সারোয়ার ওয়াদুদ চৌধুরী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রতিটি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও সুশাসন নিশ্চিতের জন্য অভিজ্ঞ সৎ সজ্জন নির্মোহ ১০ জনের অবৈতনিক টিম নিয়োগ এবং সৎ সাহসের সঙ্গে সিঙ্গাপুরের মি. লি কুয়ান ইউ এবং মালয়েশিয়ার মাহাথির বিন মোহাম্মদের অনুসরণে অবিলম্বে দুর্নীতিবাজদের গ্রেপ্তার এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি