দেশের শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল প্রথমবারের মতো সাসটেইনেবিলিটি রিপোর্ট বা টেকসই প্রতিবেদন প্রকাশ করেছে। ‘সমৃদ্ধ আগামীর লক্ষ্যে, জীবনের পরিচর্যা’ শীর্ষক প্রতিপাদ্যের ওপর প্রতিবেদনটিতে আটটি মৌলিক স্তম্ভে নির্মিত প্রাণ-আরএফএল গ্রুপের টেকসই কৌশল তুলে ধরা হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে প্রতিবেদটির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে ‘টেকসই কৃষি : চ্যালেঞ্জ এবং করণীয়’ এবং ‘সাসটেইনেবিলিটি অর্জনে করপোরেট নেতৃত্বের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশগ্রহণকারীরা ব্যবসা করার ক্ষেত্রে সাসটেইনেবিলিটির গুরুত্ব এবং এটি নিশ্চিত করতে অংশীজনদের ভূমিকা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ শফিকুল আলম বলেন, এই প্রতিবেদন প্রকাশের মাধ্যমে প্রাণ-আরএফএল করপোরেট সেক্টরের জন্য একটি প্রশংসনীয় উদাহরণ স্থাপন করেছে। এর মাধ্যমে সমাজের জন্য দীর্ঘমেয়াদী ভ্যালু তৈরি করার পাশাপাশি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের চিন্তাভাবনার প্রতিফলন ঘটেছে।
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেন, প্রথম প্রতিবেদনটি সাসটেইনেবিলিটির প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। এ প্রতিবেদনটি প্রাণ-আরএফএল গ্রুপের টেকসই যাত্রায় একটি যুগান্তকারী মুহূর্তকে নির্দেশ করে। পুরো প্রতিবেদনজুড়ে ‘সমৃদ্ধ আগামীর লক্ষ্যে, জীবনের পরিচর্যা’ শীর্ষক প্রতিপাদ্যের প্রতিফলন ঘটেছে, যেখানে ব্যাপকভাবে জীবিকা বৃদ্ধির জন্য এবং একটি পরিচ্ছন্ন ও সবুজ বিশ্বে অবদান রাখার জন্য আমরা যে পথগুলো নির্ধারণ করেছি সেগুলো চমৎকারভাবে তুলে ধরা হয়েছে।