বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন মে দিবস পালিত হয়েছে ১ মে বৃহস্পতিবার। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজধানীতে শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এতে সভাপতিত্ব করেন। ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতান্ডকর্মীরা নয়াপল্টনে ব্যাপক শোডাউন করে।
তারেক রহমান তাঁর বক্তব্যে বলেন, দেশে সংস্কার নিয়ে শোরগোল চলছে। কিন্তু সেই কর্মযজ্ঞে শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর কোথায়? রাষ্ট্র ও সরকারের কাছে জনগণের কথা পৌঁছাতে নির্বাচিত সংসদ ও সরকার প্রয়োজন। কারণ প্রত্যক্ষ ভোটে নির্বাচিতরা জনগণের কথা শুনতে বাধ্য।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে মে দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ। বক্তব্যে শ্রমিকদের ছাঁটাই বন্ধ করাসহ ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক। দিনটি উপলক্ষে গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই আন্দোলনে শ্রমিকের ভূমিকা ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আ-আম জনতা পার্টি। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দলটির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন মে দিবসের চেতনাকে ধারণ করে শ্রমিকের সম্ভাবনা বিকাশের মাধ্যমে দেশ গঠনে তাদের ভূমিকা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দলের সদস্যসচিব ফাতিমা তাসনিম বলেন, আ-আম জনতা পার্টি আগামীতে শ্রমিকদের সংসদে পাঠানোর জন্য কাজ করবে। সরকারের কাছে শ্রমিকদের অধিকারের ছয় দফা দাবি তুলে ধরেন তারা।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে মে দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিপ্লবী শ্রমিক সংহতি। এতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সবচেয়ে বেশি জীবন দিলেও গণ অভ্যুত্থান শ্রমিকের জীবনে কোনো পরিবর্তন আনেনি। শ্রমিকের মজুরি ও অধিকার সংক্রান্ত শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক।
শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনার দিঘলিয়া উপজেলায় জনসভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, দেশের মেহনতি শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি শোষণ-বৈষম্যের শিকার হচ্ছেন।