রাজধানীর আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে গতকাল দুপুরে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। ‘আফতাবনগর সচেতন নাগরিক সমাজ’ এর ব্যানারে মানববন্ধনে অংশ নেন তারা। এ সময় তাদের হাতে ‘আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না’, ‘আবাসিক এলাকায় গরুর হাট মানি না মানব না’সহ বিভিন্ন লেখা-সংবলিত ব্যানার, ফেস্টুন দেখা যায়। পরে তারা একটি মিছিল নিয়ে আফতাবনগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। স্থানীয় বাসিন্দা কাজী আলমগীর বলেন, ‘আমাদের ব্যক্তিগত জায়গায় সিটি করপোরেশন কীভাবে হাট বসাতে চায়। এখানে হাট বসলে পরবর্তী ছয় মাস পর্যন্ত আমাদের নানা সমস্যা পোহাতে হয়।
নোংরা, দুর্গন্ধে আমরা টিকতে পারি না।’
স্থানীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘হাট শেষ হওয়ার পরও ময়লা-আবর্জনা মাসের পর মাস পরিষ্কার না করায় এলাকাবাসীকে দুর্গন্ধ ও মশার অত্যাচারে দুর্বিষহ জীবনযাপন করতে হয়। তা ছাড়া ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। তাই আমাদের ব্যক্তিগত জায়গায় এবার গরুর হাট বসতে দেব না।’