সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারীর প্রতি সহিংসতা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করতে নারীর পাশে দাঁড়ানোর কোনো বিকল্প নেই। তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। বর্তমান অন্তর্র্বর্তী সরকার মেয়েদের নিরাপত্তা, নিশ্চয়তা, কর্মপরিবেশ ও তাদের ক্ষমতায়নে যোগ্য করে তুলতে কাজ করে যাচ্ছে। গতকাল রাজধানীর স্থানীয় এক হোটেলে কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি সংক্রান্ত কনভেনশন-১৯০ এর ওপর সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন। শারমীন মুরশিদ আরও বলেন, তাই প্রাসঙ্গিকভাবে আইএলও কনভেনশন-১৯০ লিঙ্গ সমতা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক সহিংসতা ও হয়রানি মোকাবিলায় বাংলাদেশের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলশ্রুতিতে কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা ও হয়রানি, মজুরি বৈষম্য এবং সীমিত আইনি সুরক্ষার মতো চ্যালেঞ্জগুলো আইএলও কনভেনশন-১৯০ অনুসমর্থনের তাগিদকে আরও স্পষ্ট করে তোলে।
ট্রেড ইউনিয়ন ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ডস কমিটির উদ্যোগে এবং আইএলও বাংলাদেশ কান্ট্রি অফিসের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, আইএলও কান্ট্রি ডিরেক্টর তুওমো পাওতিযেনেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। -বাসস