লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে চলমান অস্থিতিশীল ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতার বার্তা দিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস ও রেড ক্রিসেন্ট সোসাইটির নম্বরে যোগাযোগের জন্য তাদের পরামর্শ দেওয়া এ নির্দেশনায় আরও বলা হয়, ত্রিপোলিতে অস্থিতিশীল ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ত্রিপোলিতে অবস্থানরত সব বাংলাদেশিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, নিজ নিজ বাসস্থানে অবস্থান করবেন।
সংঘাতপ্রবণ এলাকা এড়িয়ে চলা এবং নিরাপত্তার স্বার্থে অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বের হওয়ার জন্য পুনরায় আহ্বান জানানো হচ্ছে। একইভাবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।