দেশে গত ১৬ বছরে বহু প্রতারণামূলক বিনিয়োগ হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন। গতকাল অর্থনৈতিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ‘কনডাক্টিভ অটোমাবাইল পলিসি ফর গ্রিন গ্রোথ অ্যান্ড কম্পিটিটিভ ইকোনমি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন উপদেষ্টা।
সংগঠনের সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাড়ি আমদানিকারক ও বিক্রেতাদের সংগঠন বারভিডার সভাপতি মো. আবদুল হক। উপস্থিত ছিলেন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) প্রেসিডেন্ট আনোয়ার উল আলম চৌধুরী এবং উত্তরা মোটরসের চেয়ারম্যান মতিউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাসেম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জের প্রধান নির্বাহী ড. মাশরুর রিয়াজ। বাণিজ্য উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, ‘বিগত ১৬ বছরে আমরা এমন সব ফ্যালাসি (প্রতারণা) মূলক বিনিয়োগ করেছি, সেটা কর্ণফূলী টানেল হোক, এমন সব উচ্চমূল্যের বিনিয়োগ করেছি যে ঋণের নামে আমরা মেট্রোরেল করতে এক টাকার জিনিসি ২০ টাকায় করেছি। আমরা পরিবেশের আরও বড় ক্ষতি করে ফেলেছি। এসব উন্নয়ন করতে গিয়ে আমরা যে পরিমাণ অর্থনৈতিক দায় তৈরি করেছি যার পরিমাণ আমাদের জাতীয় ব্যয়ে সর্ববৃহৎ স্থানীয় এবং আন্তর্জাতিক দায় পরিশোধ করতে হচ্ছে। এটা তো টেকসই নয়। দীর্ঘ মেয়াদে তো এটা চলনশীল নয়। আবার টেকসইও নয়। এখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। এখান থেকে দেশের অর্থনীতিকে বের করে আনার জন্য সমন্বিত অর্থনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে।’