বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চট্টগ্রামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জমকালো আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাজুস চট্টগ্রামের সভাপতি যীশু বণিকের সভাপতিত্বে এবং সীমু দেবী ও শাহজাহান সিদ্দিকী লিটনের যৌথ সঞ্চালনায় সভায় সম্পাদকীয় বক্তব্য তুলে ধরেন বাজুস চট্টগ্রামের সাধারণ সম্পাদক লায়ন প্রণব সাহা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি দীলিপ কুমার ধর, সিধুল কান্দি ধর, হারাধন মহাজন, খোকন ধর, প্রদীপ গুহ, সুজিত কুমার ধর, পোপী নাথ, শম্ভু ধর, সুমন ধর, অলক চন্দ্র পোদ্দার, নয়ন কুমার ধর, রাজীব ধর, প্রদীপ বণিক, শান্তনু বণিক, মীনা নাথ ধর, মুহাম্মদ আজিজ উল্লাহ, শিমু রানী দেব প্রমুখ। সংগঠনের সিনিয়র যুগ্ম-সম্পাদক রাজীব ধর তমাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ সভায় বাজুসের প্রয়াত নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বাজুস সদস্য ও ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ব্যবসায়িক সমস্যার কথা তুলে ধরে আলোচনা করেন। সভা শেষে র্যাফেল ড্র ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় এবং কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।