বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু বলেছেন, বাংলাদেশের আগামীর কান্ডারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার যে ৩১ দফা দেওয়া হয়েছে তা কেবল দলের জন্য নয়, একটি পূর্ণাঙ্গ সফল রাষ্ট্র বিনির্মাণে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩১ দফা অনুযায়ী সংস্কার করে রাষ্ট্র পরিচালনা করলে আমাদের আর কারও মুখাপেক্ষী হয়ে বসে থাকতে হবে না। আমাদের দেশ শিক্ষা দীক্ষা, শিল্পে ও খাদ্যে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। শনিবার নগরীর টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম বাংলাদেশ ফোরাম আয়োজিত ৩১ দফার গুরুত্ব ও গুণীজন এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ইসরাফিল খসরু বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে স্বয়ংসম্পূর্ণ একটি দেশের নাম হবে বাংলাদেশ। তারেক রহমান বিগত ১৬ বছর ফ্যাসিবাদ পতনের আন্দোলনের পাশাপাশি রাষ্ট্র কাঠামো পরিচালনার রূপরেখাও দিয়েছেন। যেটি ২০২৩ সালের দেওয়া রাষ্ট্র সংস্কারের ৩১ দফা হিসেবে পরিচিত। সেই দফা অনুযায়ী আমরা দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি ফলো করে দেশে শিক্ষার হার বৃদ্ধি করতে সচেষ্ট থাকব।’
অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আকবর আলী সানজিদ ও অ্যাডভোকেট হারুনুর রশীদ রাজুর যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান, অধ্যাপক ও ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক ড. আহসানুল হক, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওবায়দুর রহমান, পাহাড়তলী কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার প্রমুখ।