জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, রাজনীতিতে দম্ভ, অহংকার, প্রতিহিংসা, জিঘাংসা থাকলে একসময় মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, জুলাই-আগস্টের গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লব এবং ডাকসু ও জাকসু নির্বাচন আমাদের শিক্ষা দিয়েছে যে, মানুষের মন ভালোবাসা দিয়ে জয় করতে হবে। ডাকসু ও জাকসু নির্বাচন থেকে আমাদের রাজনীতিবিদদের শিক্ষা নেওয়ার আছে। গতকাল রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এ বি এম রুহুল আমিন হাওলাদার আরও বলেন, ‘কর্তৃত্ববাদী নেতৃত্ব ও জমিদারি প্রথা রাজনীতিতে গ্রহণযোগ্য নয়। গতানুগতিক রাজনীতি দিয়ে আর অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। একটি স্থিতিশীল সমাজব্যবস্থা বিনির্মাণের জন্য সবার মনোভাব পরিবর্তন করতে হবে। মানুষের প্রত্যাশা রাজনীতিবিদদের মধ্যে মতপার্থক্য থাকলেও দেশ ও জনগণের স্বার্থে শান্তিপূর্ণ সহাবস্থানে আসতে হবে। সেই পরিপ্রেক্ষিত বিবেচনায় গণতান্ত্রিক চর্চার বিকল্প নেই।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাশরুর মাওলা, ঢাকা মহানগর দক্ষিণের জাতীয় পার্টির আহ্বায়ক শারফুদ্দিন আহমেদ শিপু, সদস্যসচিব মাসুক রহমান, নির্বাহী সদস্য আফতাব গনি, মেহেবুব হাসান, মোহাম্মদ সেলিম, মোতালেব হোসেন, ইদি আমিন অ্যাপোলো, মো. মোয়াজ্জেম, মো. ইসরাক, মো. নাসির, মো. রিপন, মোহাম্মদ মাসুম প্রমুখ।