সার আমদানিতে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে কৃষি মন্ত্রণালয়। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে অসত্য তথ্য প্রচার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নন-ইউরিয়া সার আমদানি ২০১৫ সালের পরিপত্র অনুযায়ী সর্বনিম্ন দরের ভিত্তিতে করা হয়। পূর্বে একাধিক প্রতিষ্ঠানকে বিভিন্ন দরে সার সরবরাহের সুযোগ থাকলেও বর্তমান সরকার সর্বনিম্ন দর গ্রহণের সিদ্ধান্ত নেওয়ায় বিপুল অর্থ সাশ্রয় হয়েছে। মন্ত্রণালয় জানায়, সার আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক বুলেটিন ‘আরগুস’ ও ‘ফার্টিকন’-এর মূল্য তালিকা অনুসরণ করা হয়।