ময়মনসিংহের মুক্তাগাছায় ‘মব’ সৃষ্টি করে মো. ফাহিম (৩০) নামে এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার উপজেলার মানকোন ইউনিয়নের বোর্ড ঘর মোড় এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনার পর মানকোন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব মিয়াসহ দুুই কর্মীকে বহিষ্কার করা হয়েছে। জানা যায়, মানকোন ইউনিয়নের আলগীর চর গ্রামে দোকানে বাকি দেওয়া নিয়ে দোকানি রাসেলের সঙ্গে বিরোধ তৈরি হয় মজনু মিয়া ও তার ছেলে ইয়াসিনের। পরে ছাত্রদল নেতা সজীব ও তার সহযোগীরা মব সৃষ্টি করে মজনু মিয়া, ইয়াছিন ও অটোরিকশাচালক ফাহিমকে পিটিয়ে আহত করেন।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাহিমের মৃত্যু হয়। পরে তার মা মুক্তাগাছা থানায় ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। গতকাল ফাহিমের লাশ নিয়ে স্থানীয়রা জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিচারের দাবি জানান।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ জানান, দোকানের বাকি-সংক্রান্ত বিরোধের জেরে ফাহিমের মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        