বিএসসি প্রকৌশলীদের তিন দফার প্রতিবাদ এবং কারিগরি শিক্ষার্থীদের ঘোষিত সাত দফা মেনে নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। গতকাল নগরীর ষোলোশহর দুই নম্বর গেট মোড় অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে অংশ নেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি শিহাব উদ্দিন বলেন, বিএসসি শিক্ষার্থীদের তিন দফা দাবির তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি কারিগরি শিক্ষার্থীদের সাত দফা দাবি অবিলম্বে মেনে নিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
বিএসসি প্রকৌশলীদের ৩ দফা দাবি হলো- নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি প্রকৌশলী করা, দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা এবং বিএসসি ছাড়া কেউ যেন নামের সঙ্গে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার করতে না পারে।