ঠাকুরগাঁওয়ের সিংড়া জাতীয় উদ্যানে অবমুক্তির অপেক্ষায় রয়েছে ৭ ফুট লম্বা এক অজগর। গত সোমবার তেঁতুলিয়া উপজেলার রণচণ্ডী এলাকা থেকে উদ্ধার হওয়া এই সাপটিকে চিকিৎসা শেষে উদ্যানে অবমুক্ত করা হবে। স্থানীয় সূত্র জানায়, অজগরটিকে নদীর ধারে জালে আটকে থাকতে দেখেন স্থানীয়রা। পরে রণচণ্ডী উচ্চবিদ্যালয় মাঠে নেওয়ার পর বন বিভাগ সাপটি উদ্ধার করে। স্থানীয়রা বলছেন, এর আগেও বেশ কয়েকবার তেঁতুলিয়ায় অজগর উদ্ধার হয়েছে। পাহাড়ি অঞ্চল থেকে সাপগুলো আসে বলে ধারণা তাদের। বন বিভাগ জানায়, সম্প্রতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সীমান্ত দিয়ে সাপটি বাংলাদেশে এসেছে বলে ধারণা করছে বন বিভাগ।গত বছরের ৬ অক্টোবর দেবনগর এলাকা থেকে ১৪ ফুট লম্বার অজগর উদ্ধার করে রামসাগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। একই বছরের ১০ সেপ্টেম্বর দেবনগরের পাঠানপাড়া গ্রাম থেকে সাড়ে ৬ ফুট লম্বা বাচ্চা অজগর উদ্ধার করা হয়।
তেঁতুলিয়া উপজেলা বিট কর্মকর্তা নূরুল হুদা জানান, সাপটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে তেঁতুলিয়া ইকোপার্কে আনা হয়। সাপটি লম্বায় ৭ ফুট, ওজন ৫ কেজি। সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার জানান, সাপটি এখন সুস্থ। এটিকে সিংড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।