চীনে মহামারী রূপ নিয়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রাণ হারিয়েছেন ১৫ শতাধিক। আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার মানুষ।
চীনের বাইরে ২৬টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এ ভাইরাসে চীনের বাইরে ১০০ এরও বেশি মানুষ মারা গেছেন।
আক্রান্ত দেশগুলোর মধ্যে এশিয়া প্যাসিফিক অঞ্চলের, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের দেশ রয়েছে।
আসুন জেনে নিই এখন পর্যন্ত কোন দেশে কতজন আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী করোনায়?
অস্ট্রেলিয়া-১৫
বেলজিয়াম-১
কম্বোডিয়া-১
কানাডা-৭
চীন-৬৩,৯১৭
ফিনল্যান্ড-১
ফ্রান্স-১১
জার্মানি-১৬
ভারত-৩
ইতালি-৩
জাপান-২৫৮
মালয়েশিয়া-১৯
নেপাল-১
ফিলিপাইন-৩
রাশিয়া-২
সিঙ্গাপুর- ৬৭
দক্ষিণ কোরিয়া-২৮
স্পেন- ২
শ্রীলঙ্কা-১
সুইডেন-১
তাইওয়া- ১৮
থাইল্যান্ড-৩৩
সংযুক্ত আরব আমিরাত- ৮
যুক্তরাজ্য-৯
যুক্তরাষ্ট্র-১৫
ভিয়েতনাম-১৬
মিশর- ১
বিডি প্রতিদিন/কালাম