মাত্র কয়েক ঘন্টার ব্যাবধানে জার্মানিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৬২ থেকে বেড়ে ৫৩৪ জনে দাঁড়িয়েছে। আজ শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে আক্রান্ত হয়েছেন আরও প্রায় শতাধিক। অন্যদিকে, স্ক্যানডিনেভিয়ার দেশ নরওয়েতে ৮৬, সুইডেনে ৫৯, ডেনমার্কের ২০ ও ফিনল্যান্ডে ১২ জন এই ভাইরাসে সংক্রমিত হয়েছে বলে জানা গেছে।
গবেষণা প্রতিষ্ঠান রবার্ট কক ইন্সটিটিউট ও জার্মান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র মতে, করোনায় আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। তাই যে হারে এই ভাইরাসে আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে তাতে ব্যাপক স্বাস্থ্য ঝুঁকির আশংকায় সাধারণ নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বন ও স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দিয়েছেন জার্মান সরকার।
এদিকে, নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন বার্লিন ও হামবুর্গের অধিবাসীরা। আক্রান্তদের সবাইকে আইসোলেটেড ব্যবস্থায় রাখা হয়েছে। সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছেন পশ্চিশ জার্মানীর নর্দরাইন ওয়েস্টফালেন অঙ্গরাজ্যে। সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ৩০২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রাজধানী বার্লিনে আক্রান্তের সংখ্যা ১৫ জন। তবে আশার কথা কোভিড-১৯'র প্রতিষেধক আবিস্কারে অনেক দূর এগিয়ে গেছেন জার্মান সংক্রমণ গবেষকদল। সেই সাথে আবিষ্কৃত ঔষধটি জাপানেই পরীক্ষামূলক ভাবে প্রয়োগের বিষয়ে সম্মত হয়েছে এ দুই দেশ।
এদিকে, জার্মানিতে স্থানীয় অধিবাসীসহ প্রবাসী বাংলাদেশিরা ভীষন আতঙ্কে দিন কাটাচ্ছেন। একে অপরের নিচ্ছেন খোঁজখবর। ভাইরাস আতঙ্কে আগামী ৩১মার্চে নুইরনবার্গে অনুষ্ঠিতব্য ইতালি বনাম জার্মানির ফুটবল ম্যাচটি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দু'দেশের ক্রীড়া সংস্থা।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ