যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে করোনভাইরাসে আক্রান্তের সংখ্যা রাতারাতি দ্বিগুণ হয়েছে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন সেখানকার গভর্নর এন্ডরু কোমো। এই শহরটিতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ২২ জনে দাঁড়িয়েছে। ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে কেন্দ্রীয় সরকারকে আরও টেস্ট কিট ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পাঠাতে অনুরোধ করেছেন তিনি।
কর্মকর্তারা জানিয়েছেন, নতুন চিহ্নিত রোগীদের মধ্যে নিউইয়র্ক সিটির দুজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। লং আইল্যান্ডের নাসাউ কাউন্টিতে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে করোনার সাধারণ লক্ষণগুলো অল্পমাত্রায় ছিল। অনেকের ক্ষেত্রে আবার একেবারেই ছিল না। পরীক্ষার পরেই ধরা পড়েছে তারা করোনা পজেটিভ।
এন্ডরু কোমো এক বিবৃতিতে বলেন, বাড়তি উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। আমরা এ পরিস্থিতি অত্যন্ত যতেœর সঙ্গে নিয়ন্ত্রণ করছি। এ বিষয়ে নতুন তথ্য পেলে সঙ্গে সঙ্গে তা জনগণকে অবহিত করা হবে।
এর আগে ৩ মার্চ নিউইয়র্কে প্রথম করোনা রোগী সনাক্ত হয়। সে সময় গভর্নর কোমো বলেন, সিওভিডি-১৯ বা করোনা আক্রান্ত এ নারীকে তার ঘরে আইসোলেটেড করে রাখা হয়েছে। তিনি শ্বাসকষ্টে ভুগছেন, তবে তেমন সিরিয়াস নয়। নিউইয়র্কে পৌঁছার পর থেকে তাকে একটি নিয়ন্ত্রিত পরিস্থিতির ভেতরে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, এটা অপ্রত্যাশিত ছিল না। প্রথম থেকেই বলছিলাম, বিশ্ব পরিস্থিতি যেভাবে যাচ্ছিল, নিউইয়র্কে করোনাভাইরাসের পজিটিভ কেস যে পাওয়া যাবে তা সময়ের ব্যাপার।
বিডি প্রতিদিন/আল আমীন