করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে দিনাজপুরে বিভিন্ন দেশ থেকে আসা ৫১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়িতে অবস্থান করার জন্য পরামর্শ দিয়েছে নিজ নিজ উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ।
গত কিছুদিনের মধ্যে যারা বিদেশ থেকে এসেছেন তাদের ১৪ দিনের জন্যে হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে বলে জানান দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ।
শুক্রবার জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, দিনাজপুর জেলার পার্বতীপুরে ১১ জন, হাকিমপুরে ৩ জন, বিরামপুরে ১০ জন, কাহারোলে ৫ জন, দিনাজপুর সদরে ৪ জন, খানসামাতে ৩ জন, ঘোড়াঘাটে ৮ জন, চিরিরবন্দরে ২ জন, বীরগঞ্জে ৪ জন, নবাবগঞ্জে ১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিরল, বোচাগঞ্জ, ফুলবাড়ী উপজেলার হোম কোয়ারেন্টাইনের বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস আরও জানান, করোনাভাইরাস প্রতিরোধে সর্বক্ষণ কন্ট্রোল রুম চালু রয়েছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ উপজেলার হাসপাতালগুলোতে খোলা হয়েছে আইসোলেশন ইউনিট।
এদিকে করোনাভাইরাস আতঙ্কে দিনাজপুরের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ভাটা পড়েেছ। ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্রগুলোতে নেই আর আগের মতো লোক সমাগম। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দিনাজপুরের পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট ‘স্বপ্নপুরী’ বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুসারে পর্যটন কেন্দ্র নবাবগঞ্জ জাতীয় উদ্যানও জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন