টাঙ্গাইল শহরের গুরত্বপূর্ণ সড়কে বুধবার দুপুর থেকে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও টাঙ্গাইল পৌরসভার যৌথ উদ্যোগে এ কার্যক্রম করা হচ্ছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত দিনে একবার স্প্রে করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল ফায়ার স্ট্রেশন ও সিভিল ডিফেন্সের উপসহকারী প্রকৌশলী আব্দুল জলিল, পৌরসভার কাউন্সিলর কামরুজ্জামান মামুন প্রমুখ।
টাঙ্গাইল ফায়ার স্ট্রেশন ও সিভিল ডিফেন্সের উপসহকারী প্রকৌশলী আব্দুল জলিল বলেন, প্রথম অবস্থায় যেখানে জনসমাগম বেশি হয় সেই গুরত্বপূর্ণ জায়গায় স্প্রে করা হচ্ছে। পর্যায়ক্রমে সব জায়গাতেই স্প্রে করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার