৩১ মার্চ, ২০২০ ১৭:৪৮

দিন দিন ভারতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, নতুন শনাক্ত ২২৭

অনলাইন ডেস্ক

দিন দিন ভারতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, নতুন শনাক্ত ২২৭

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপরই বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে এ ভাইরাস বিশ্বের অন্তত ১৯৯ টি দেশে ছড়িয়ে পড়েছে। 

এদিকে, দিন দিন ভারতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশটিতে একদিনে ২২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১২৫১ জন এবং মারা গেছেন ৩২ জন। 

এছাড়াও পশ্চিমবঙ্গে নতুন করে একজন মারা গেছেন। সপ্তম দিনের মতো চলা লকডাউনে জনশূন্য ভারতের প্রায় সব শহর। চলমান লকডাউনে সব কিছু স্তব্ধ করে দিয়েছে প্রাণঘাতী এ ভাইরাস। 

করোনার বিস্তার রোধে রাজ্য সরকারগুলোর সঙ্গে সমন্বয় রেখে তৎপরতা চালিয়ে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় করোনা হাসপাতাল গড়ে তোলার কাজ শুরু করেছে তৃণমূল সরকার।

এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, চিকিৎসা যেন সঠিক সময়ে হয়, তাকে লুকিয়ে না রেখে চিকিৎসা করতে হবে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর