৮ এপ্রিল, ২০২০ ২১:২৯

জ্বর-কাশি নিয়ে মৃত্যু; এগিয়ে আসেনি কেউ, দাফন করল পুলিশ

নীলফামারী প্রতিনিধি :

জ্বর-কাশি নিয়ে মৃত্যু; এগিয়ে আসেনি কেউ, দাফন করল পুলিশ

নীলফামারীর ডোমারে সর্দি জ্বর ও কাশিতে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে কেতকীবাড়ি ইউনিয়নের নিজ বাড়িতে মারা যান তিনি। বুধবার দুপুরে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। বিকেলে পরিবারের লোকজন ছাড়া অন্য কেউ এগিয়ে না আসায় পুলিশ দাফনকার্য সম্পন্ন করে। 

এ ঘটনায় ঐ ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম জানান, তিনি জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। এ অবস্থায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কী-না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

ওই বাড়িতে কেউ প্রবেশ কিংবা বৃদ্ধের স্ত্রী, তিন ছেলে ও পুত্রবধূ কেউ বের হতে পারবেন না। ডোমারা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফিজুর রহমান জানান, করোনাভাইরাসের আতঙ্কে নিহত ব্যক্তির দাফন কার্যে এগিয়ে আসেননি কেউই। বিকেলে পুলিশের সহায়তায় পরিবারের লোকজনের উপস্থিতিতে জানাজা এবং দাফন সম্পন্ন হয়।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর