১০ এপ্রিল, ২০২০ ১৭:০২

করোনায় স্পেনে ১৭ দিনের মধ্যে সর্বনিম্ন ৬০৫ মৃত্যু

অনলাইন ডেস্ক

করোনায় স্পেনে ১৭ দিনের মধ্যে সর্বনিম্ন ৬০৫ মৃত্যু

ফাইল ছবি

চীন থেকে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত ১৬ লাখ ১৪ হাজার ৪০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে মারা গেছেন ৯৬ হাজার ৭৮৯ জন। এছাড়াও এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৬২ হাজার ৪০৯ জন।

করোনায় বিপর্যস্ত ইউরোপের দেশ স্পেন। দেশটিতে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে স্পেনে করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৬০৫ জনের। যা গত ১৭ দিনের মধ্যে দৈনিক হারে এটিই সর্বনিম্ন মৃত্যু।

শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। 

প্রতিবেদনে বলা হয়, স্পেনে গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৬০৫ জনের। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৪৩। এদিন নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ৪ হাজার ৫৭৬ জনের। এর মধ্য দিয়ে দেশটিতে মোট ১ লাখ ৫৭ হাজার ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর