২২ মে, ২০২০ ২০:৪০

কক্সবাজারে একদিনে ৮ রোহিঙ্গাসহ নতুন শনাক্ত ৩৬ জন

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে একদিনে ৮ রোহিঙ্গাসহ নতুন শনাক্ত ৩৬ জন

কক্সবাজার জেলায় থামছে না মরণব্যাধি করোনার আক্রমণ। শুক্রবার (২২ মে) কক্সবাজারে নতুন করে সর্বোচ্চ ৩৬ জনের শরীরে ধরা পড়েছে ভীতিকর এ ভাইরাস। এর আগে গত ১৯ মে ধরা পড়েছিল ৪ রোহিঙ্গাসহ সর্বোচ্চ ২৬ জন। এভাবে প্রতিদিনই বাড়ছে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা। এর ফলে চরম আতঙ্ক বিরাজ করছে জেলাবাসীর মাঝে।

শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত করোনা ল্যাবে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা ১৭৪টি নমুনার মধ্যে জেলায় ২৮টির রিপোর্ট পজেটিভ আসে।এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের আরও ৮টি রিপোর্ট পজেটিভ আসে। এনিয়ে জেলায় ৫২তম দিনে করোনা রোগীর সংখ্যা দাড়াল ২১ রোহিঙ্গাসহ মোট ৩০৪ জন। বিষয়টি শুক্রবার বিকালে নিশ্চিত করেছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও স্বাস্থ্য সমন্বয়কারী আরআরঅরসি‘র ডা. আবু তোহা।

ডা. অনুপম বড়ুয়া জানান, কক্সবাজার মেডিকেল কলেজের করোনা ল্যাবে শুক্রবার ১৭৪ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। এর মধ্যে জেলায় নতুন ২৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। বাকি ৬ জনপূর্বের আক্রান্ত (সদরের-৩ জন, চকরিয়ার-১, রামুর-১ জন ও নাইক্ষ্যংছড়ির ১ জন ফলোআপ)। দ্বিতীয়বার পরীক্ষা করেও তাদের শরীরে করোনা পজিটিভ আসে।

আক্রান্তদের মধ্যে চকরিয়ার-১৯ জন, সদরের ২ জন, পেকুয়ার ১ জন, রামুর-১ জন, মহেশখালীর ৫জন। এছাড়াে একইদিন ৮ রোহিঙ্গাও করোনা পজিটিভ আছে বলেও জানান আরআরঅরসি‘র স্বাস্থ্য সমন্বয়কারী ডা. ডা.আবু তোহা। 

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর