২৯ মে, ২০২০ ১৩:৪২

ফেনীতে করোনায় ইমামের মৃত্যু

ফেনী প্রতিনিধি

ফেনীতে করোনায় ইমামের মৃত্যু

ফেনীর সোনাগাজীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। ওই ইমামের মৃত্যুর ৪ দিন পর জেলা সিভিল সার্জন বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান।

তারা জানান, নমুনা সংগ্রহের পর নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষার ফলাফলে তার শরীরে করোনা উপস্থিতি পাওয়া যায়। এর আগে জ্বর, কাশি, শ্বাসকষ্ট জনিত রোগ নিয়ে গত রবিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। 

তিনি সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চান্দলা এলাকার বাসিন্দা ও একটি মসজিদের ইমাম ছিলেন।

অপরদিকে, একই উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে জ্বর, কাশি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাতে দাউদুল ইসলাম সবুজ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরে স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে তার নমুনা সংগ্রহ করে বিশেষ ব্যবস্থায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মারা যাওয়া ব্যক্তি গত ৮ দিন আগে চট্টগ্রাম থেকে জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে বাড়িতে ফিরেন।

এ নিয়ে জেলায় করোনায় মোট তিন জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট করোনায় আক্রান্তের ৮৯। এর আগে একই উপজেলায় এক স্বাস্থ্যকর্মীর মৃত্যুর পর করোনা পজিটিভ আসে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর