২১ সেপ্টেম্বর, ২০২০ ১৫:০৪

করোনাভাইরাস: যুক্তরাজ্যে দ্বিতীয় দফা লকডাউনের আশঙ্কা

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস: যুক্তরাজ্যে দ্বিতীয় দফা লকডাউনের আশঙ্কা

করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে করোনার সংক্রমণ বাড়ায় যুক্তরাজ্যে দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। রবিবার বিবিসিকে তিনি এই সম্ভাবনার কথা জানিয়েছেন।

শনিবার যুক্তরাজ্যে নতুন করে আরও চার হাজার ৪২২ জনের করোনা শনাক্ত হয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৭ জন। করোনার এই দ্বিতীয় দফা প্রাদুর্ভাবের কারণে দ্বিতীয় দফা লকডাউনের বিষয়টি সামনে চলে এসেছে।

ম্যাট হ্যানকক বলেছেন, ‘সবাই যদি নিয়ম মেনে চলে তাহলে আমরা আরও জাতীয় লকডাউন এড়াতে পারব। তবে প্রয়োজন পড়লে আমাদের তার জন্য প্রস্তুতও থাকতে হবে।’

লকডাউনের সম্ভাবনার বিষয়ে তিনি বলেন, ‘আমি সম্ভাবনা বাতিল করছি না, আমি এটি দেখতে চাই না।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর