করোনার নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে আশানুরূপ কাজ না করায় দক্ষিণ আফ্রিকায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সম্প্রতি এক গবেষণা দেখা গেছে, করোনার নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এই টিকা কাজ করছে না। ২ হাজার মানুষের ওপর পরিচালিত গবেষণায় এই ফল পাওয়া গেছে। বিজ্ঞানীরা বলছেন, দক্ষিণ আফ্রিকায় করোনার ৯০ শতাংশ সংক্রমণের জন্য দায়ী নতুন ধরনটি।
দেশটি অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ভ্যাকসিন কিনেছে। আগামী সপ্তাহ থেকে এগুলো প্রয়োগ করার কথা ছিল।
এ ব্যাপারে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জুয়েলি এমখিজে বলেন, এই ফলাফলের আলোকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দিয়ে কীভাবে এগিয়ে যেতে হবে সে সম্পর্কে সরকার আরও পরামর্শের জন্য অপেক্ষা করবে। ট্রায়ালটি ইউনিভার্সিটি অফ দ্য উইটওয়াটার্সর্যান্ড দ্বারা পরিচালিত হয় এবং এ পর্যন্ত ফলাফল পিয়ার-রিভিউ করা হয়নি।
তিনি বলেন, এর মধ্যে সামনের সপ্তাহগুলোতে সরকার জনসন অ্যান্ড জনসন ও ফাইজারের ভ্যাকসিন দেবে। ট্রায়ালটির নেতৃত্বে ছিলেন অধ্যাপক শাবির মাধি। তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘দুঃখজনকভাবে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন মৃদু ও মধ্যম অসুস্থতার বিরুদ্ধে কাজ করে না।’
তবে অক্সফোর্ডের ভ্যাকসিনের প্রধান গবেষক অধ্যাপক সারাহ গিলবার্ট বলেছেন, ভাইরাসটি এরপরও গুরুতর অসুস্থতার বিরুদ্ধে কাজ করবে। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার ভাইরাসটির ধরনের বিরুদ্ধে গবেষকদের ভ্যাকসিনের নতুন একটি পরিবর্তিত ভার্সন তৈরির কথা রয়েছে। সূত্র: বিবিসি।
বিডি প্রতিদিন/আবু জাফর