ইউরোপীয় ইউনিয়নের রফতানি নিষেধাজ্ঞার কারণে দুই মাস পিছিয়ে যেতে পারে ব্রিটেনের টিকা সরবরাহ কর্মসূচি। তাতে লোকসানের মুখে পড়বে দেশটি, ক্ষয়ক্ষতি হবে ক্রেতা দেশগুলোর।
তথ্য বিশ্লেষণকারী সংস্থা এয়ারফিনিটি’র তথ্যানুসারে, ইউরোপের সবাইকে টিকার আওতায় আনতেই এই কৌশল। চলতি গ্রীষ্ম মৌসুমে পুরোপুরি ব্যবসা-বাণিজ্যে ফিরতে মরিয়া ইউরোপের দেশগুলো। সেকারণেই জোট আটকে দিতে যাচ্ছে বহির্বিশ্বে যুক্তরাজ্যের টিকা বণ্টনের চালান।
ইইউ’র অভিযোগ, নিজস্ব চাহিদা পূরণ না করে; বাইরের দেশগুলোর কাছে টিকা বিক্রি করছে যুক্তরাজ্য। বিষয়টি ঠেকাতে এরইমাঝে ব্রিটেনের ওপর ইইউ বিধিমালার ১২২ নম্বর অধ্যাদেশ জারির প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স ও জার্মানি।
শেষবার ১৯৭০ সালে জ্বালানি তেলের সংকট মোকাবিলায় বণ্টন-সরবরাহ রোধে ব্যবহৃত হয়েছিল এ নীতিমালা।
বিডি প্রতিদিন/কালাম