বন্দরনগরী চট্টগ্রামে কোভিডের টিকাদান কেন্দ্র হিসাবে চট্টগ্রাম বন্দর হাসপাতালকে সরকার তালিকাভুক্ত করেছে। ইতোমধ্যে সরকারি প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর হাসপাতালে টিকা প্রদানের সুবিধাদি পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের নিয়মিত প্রশিক্ষণ দেয়া হয়েছে।
আগামীকাল রবিবার হাসপাতালটিতে পরীক্ষামূলক টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা হবে। সোমবার আনুষ্ঠানিকভাবে টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন হবে বলে জানান সংশ্লিষ্টরা।
ইতিপূর্বে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল, চসিক জেনারেল হাসপাতালসহ নির্দিষ্ট কয়েকটি টিকাকেন্দ্র ছিল। নতুন করে বন্দর হাসপাতালে টিকাদান কার্যক্রম চালু হলে নগরবাসীর বিড়ম্বনা কিছুটা কমবে বলে মনে করছেন বন্দরের দায়িত্বশীলরা।
বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, সরকারের স্বাস্থ্য বিভাগের কাছে বন্দর কর্তৃপক্ষ চিঠি দেওয়ার কারণে নতুন টিকাদান কেন্দ্র হিসাবে বন্দর হাসপাতালকে নির্বাচন করা হয়েছে। এতে বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসীরা সুবিধা ভোগ করতে পারবেন।
বিডি প্রতিদিন/আবু জাফর