যুক্তরাষ্ট্র আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিভিন্ন দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার ছয় কোটি ডোজ টিকা পাঠানো শুরু করতে যাচ্ছে। হোয়াইট হাউসের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।
সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, হাতে আসামাত্রই যুক্তরাষ্ট্র এসব ডোজ ছাড় করা শুরু করবে।
তিনি জানান, আসছে সপ্তাহগুলোতেই এক কোটি ডোজ রপ্তানির অনুমতি মিলতে পারে। বাকি প্রায় পাঁচ কোটি ডোজ এখন উৎপাদিত হচ্ছে; সেগুলো মে-জুনে পাঠানো হতে পারে।
অন্য দেশে রপ্তানির ক্ষেত্রেও মার্কিন নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলো উৎপাদিত টিকার মান পর্যালোচনা করে জানিয়ে হোয়াইট হাউসের এ মুখপাত্র বলেছেন, পাঠানোর মতো অ্যাস্ট্রাজেনেকার কোনো টিকাই এখন আমাদের হাতে নেই। কোথায় এবং কীভাবে টিকার এসব ডোজ পাঠানো হবে, তার সুনির্দিষ্ট প্রক্রিয়া নিয়েও বাইডেন প্রশাসন ভাবছে বলে জানিয়েছেন সাকি।
অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা যুক্তরাষ্ট্রে ব্যবহারের ক্ষেত্রে এখনও দেশটির খাদ্য ও ওষুধ কর্তৃক্ষের অনুমোদন মেলেনি। মার্চে বাইডেন প্রশাসন জানিয়েছিল, তারা ব্রিটিশ ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার বানানো ৪০ লাখ ডোজ টিকা কানাডা ও মেক্সিকোতে পাঠাবে।
বিডি প্রতিদিন/হিমেল