২৪ জুলাই, ২০২১ ১৮:৪০

করোনায় রৌমারীর উপ-সহকারি কৃষি কর্মকর্তার মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি :

করোনায় রৌমারীর উপ-সহকারি কৃষি কর্মকর্তার মৃত্যু

গোলাম আজম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রৌমারী উপজেলার উপসহকারি কৃষি কর্মকর্তা ও ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার সাবেক সভাপতি গোলাম আজম মারা গেছেন। তিনি গত সোমবার (১৯ জুলাই) করোনা পজিটিভ হয়ে পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহ মেডিকেল কলেজে করোনা ইউনিটে ভর্তি হন। 

মৃত গোলাম আজমের স্ত্রী রাশেদা বেগম জানান, তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ জুলাই) সকালে মারা যান। মৃত গোলাম আজম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দাবাড়ি ইউনিয়নের মাদারের চরের মাস্টার বাড়ি গ্রামের মৃত হেকমত আলীর ছেলে। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে রৌমারী উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর