গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক জনকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আবু জাফর সাবু শনিবার দিবাগত রাতে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত ২০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন। তার জানাজার নামাজ আজ রবিবার বাদ জোহর স্থানীয় ইসলামিয়া হাইস্কুল মাঠে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে বলে তার পরিবার জানিয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন