গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন শনিবার (৬ সেপ্টেম্বর) শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সানজিদা হান্নান রাহেলা বেগম, সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক বিল্লাল খান এবং উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা। প্রধান বক্তা ছিলেন গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না। এছাড়া বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার।
বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের কাজ আরও জোরদার হবে। একইসঙ্গে আন্দোলন, নির্বাচনসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তারা। সম্মেলনের দ্বিতীয় পর্বে শিলা বেগমকে সভাপতি এবং ফারজানা পপিকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/আশিক