শিক্ষার্থীদের টিকা বাধ্যতামূলক করে ১৮ মাস পর সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে সৌদি আরব। আজ রবিবার (২৯ আগস্ট) থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে লাখ লাখ শিক্ষার্থী স্কুলে শিক্ষা কার্যক্রম শুরু করেছে। খবর আরব নিউজের।
করোনা সংক্রমণ রোধে দীর্ঘ ১৮ মাস যাবত সব শিক্ষাপ্রতিষ্ঠানের সরাসরি কার্যক্রম বন্ধ ছিল। এ সময় অনলাইনে প্লাটফর্মে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম চালু রাখা হয়।
করোনা সংক্রমণ রোধে সৌদির সব শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তার টিকা বাধ্যতামূলক করা হয়। এদিকে আগামী দুই সপ্তাহ পর্যন্ত টিকা না নেওয়া শিক্ষার্থীদের দ্রুত টিকা নেওয়া নির্দেশনা দিয়ে তাদের অনুপস্থিত হিসেবে বিবেচনা করা হবে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সৌদির শিক্ষামন্ত্রী ড. হামাদ আল শেখ জানান, করোনা সংক্রমণ রোধে সব শিক্ষক, শিক্ষার্থী ও বাবা-মাকে সব ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। শিক্ষার্থীর সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করে অভিভাবকদের এ ব্যাপারে আশ্বস্ত করা প্রতিষ্ঠানের কর্তব্য।
করোনা রোধে স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশণা দিয়েছে সৌদির শিক্ষা মন্ত্রনালয়। শিক্ষার্থীদের সমাগম একদম কমিয়ে রাখতে হবে, সকালের পিটি বন্ধ থাকবে এবং শিক্ষার্থীদের সর্বদা মাস্ক পরতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল