১৬ জানুয়ারি, ২০২২ ০৯:৫২

করোনার ছোবলে আরও সাড়ে পাঁচ হাজারের বেশি প্রাণহানি

অনলাইন ডেস্ক

করোনার ছোবলে আরও সাড়ে পাঁচ হাজারের বেশি প্রাণহানি

করোনার ছোবলে আরও সাড়ে পাঁচ হাজারের বেশি প্রাণহানি

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। বর্তমানে ইউরোপ ও আমেরিকা কাঁপছে ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঝড়ে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় (শনিবার) বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৫ হাজার ৬৯৮ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ২৪ লাখ ৪ হাজার ৫৬২ জনে।

এদিন সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে পোল্যান্ড, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স ও ব্রাজিল। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩২ কোটি ৬৭ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৫ লাখ ৫৩ হাজার।

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর