সম্প্রতি দেশের জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও এবং দেশের অন্যতম প্রসিদ্ধ জুতা প্রস্তুতকারী কোম্পানি বাটার মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী ‘পাঠাও’ বাটাকে বাংলাদেশের সর্বত্র তাদের ডেলিভারি সার্ভিস পৌঁছে দিতে সাহায্য করবে এবং ভবিষ্যতে তাদের সকল ক্যাম্পেইন এর সঙ্গে সংযুক্ত থাকবে। এই চুক্তির মেয়াদ এক বছর।
সম্প্রতি ‘পাঠাও’ এবং বাটার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বাটার হেড অফিসে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে চিতপান কানহাসিরি, কোম্পানি ম্যানেজার, বাটা সু কোম্পানি বাংলাদেশ লিমিটেড, রাজিব জাহান ফেরদৌস, হেড-অফ ই-কমার্স, বাটা সু কোম্পানি বাংলাদেশ লিমিটেড, জিয়া ইউ আহমেদ, সিনিওর ম্যানেজার, পাঠাও লিমিটেড উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/০১ মে ২০১৮/এনায়েত করিম