বেলায়েত হোসেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়ে গত ৩০ এপ্রিল রূপালী ব্যাংক লিমিটেডে যোগদান করেছেন।
তিনি সোনালী ব্যাংকে ১৯৮৪ সালে সিনিয়র অফিসার হিসাবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ইতঃপূর্বে তিনি সফলতার সঙ্গে সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়সহ বিভিন্ন শাখা, অঞ্চল প্রধান, বিভাগীয় কার্যালয় এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি সর্বশেষ মহাব্যবস্থাপক হিসেবে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার’স অফিস, রাজশাহীতে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং কর্মকান্ডের পাশাপাশি তিনি সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ফেনী জেলার দাগনভূঞায় জন্মগ্রহন করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন