সুজুকি র্যানকন মোটর বাইকস্ লিমিটেড এই প্রথম বাংলাদেশে নিয়ে এল ১৫৫ সিসি মোটরসাইকেল সুজুকি ইন্ট্রুডার, যা একটি অত্যাধুনিক ক্রুজার বাইক। আজ সুজুকি র্যানকন মোটর বাইকস্ লিমিটেড আনুষ্ঠানিকভাবে দেশব্যাপি নতুন সুজুকি ইন্ট্রুডার ১৫৫ সিসি মোটরসাইকেল উন্মোচন করে। সুজুকি ফ্ল্যাগশিপ শো-রুমে (গুলশান তেজগাঁও লিংক রোড) এ মোটরসাইকেল উন্মোচন করা হয়।
নতুন সুজুকি ইন্ট্রুডারের লো রাইড এক্সপেরিয়েন্স রাইডারকে আরও উন্নত ক্রুজার টাইপ রাইডিং পজিশন দিবে। এছাড়াও এতে আছে এন্টি ব্রেকিং সিস্টেম (এ বি এস)।
বাইকটি উন্মোচন করেন র্যানকন মোটর বাইকস্ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জনাব শওন হাকিম ও অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইক বিডি, মোটরসাইকেল ভ্যালী, দেশি রাইডারস্সহ বিভিন্ন বাইকার গ্রুপ মেম্বার।
অনুষ্ঠানে র্যানকন মোটর বাইকস্ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জনাব শওন হাকিম বলেন, “বিগত তিন বছর ধরে র্যানকন মোটর বাইকস্ লিমিটেড বাংলাদেশে সফলতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং উন্নত মানের পন্য ও ডিজাইনের মাধ্যমে ক্রেতাদের কাছে দৃষ্টান্ত স্থাপন করে আসছে। আমাদের দ্রুত বর্ধনশীল পোর্টফোলিওতে আছে জিক্সার, জিক্সার এস এফ, হায়াতে, অ্যাক্সেস এবং লেটস্ এর মতো উন্নত সব মডেলের বাইক। সুজুকি নতুন ইন্ট্রুডারের সাথে র্যানকন মোটর বাইকস্ লিমিটেড বাংলাদেশে ক্রুজার বাইক সেগমেন্টে বিশাল পরিবর্তন নিয়ে আসবে।”
বিডি প্রতিদিন/৮ মে ২০১৮/হিমেল