মানসম্পন্ন ও স্বাদে ভিন্নতা নিয়ে খাবার পরিবেশনে ইতিমধ্যেই রসনাবিলাসীদের মন জয় করেছে রেস্টুরেন্ট গারলিক এন জিনজার। যমুনা ফিউচার পার্কে সফল সেবা প্রদানের পর এবার ধানমন্ডিতে এর নতুন শাখা শুভ উদ্বোধন হয়েছে ১৭ মে।
এই রমজানে লোভনীয় সব ইফতারের সাথে ডিনারের ব্যবস্থা রয়েছে মাত্র ৯৯৯ টাকায় + ভ্যাট।
গারলিক এন জিনজার ২, ইম্পেরিয়াল আমিন আহমেদ সেন্টার, ৮ম তলা, বাড়ি# ৫৪, রোড# ১০/এ, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।
রিজার্ভেশনের জন্য যোগাযোগ :+৮৮-০১৯১৩৩৯৭১৭৫। | ফেসবুক www.facebook.com/garlicnGingerBD
বিডি প্রতিদিন/২১ মে, ২০১৮/ফারজানা